Wellcome to National Portal

প্রাণিসম্পদ অধিদপ্তর, রংপুর বিভাগ, রংপুর এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। আপনার হাঁস-মুরগিকে নিয়মিত টিকা দিন, কৃমিনাশক ঔষধ প্রয়োগ করুন ও সুষম খাদ্য দিন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন

সাম্প্রতিক অর্জন:

সাম্প্রতিক বছর সমূহের ( বছরপ্রধান অর্জনসমূহ:

বাংলাদেশ এলডিসি পর্যায়ে উত্তরনের প্রেক্ষাপটে এবং ক্রমবর্ধিষ্ণু জনসংখ্যার প্রাণীজ আমিষের (দুধ, ডিম ও মাংস) চাহিদা মেটাতে উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে বিদ্যমান প্রাণিসম্পদের সংরক্ষণ, সম্প্রসারণ ও জাত উন্নয়ন ক্ষেত্রে রংপুর বিভাগে অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে।

  • সাম্প্রতিক অর্থবছরসমূহে গবাদিপশুর জাত উন্নয়নে যথাক্রমে ৫.৬৭, ৫.৭২ ও ৫.৯৬ লক্ষ প্রজননক্ষম গাভী/বকনাকে কৃত্রিম প্রজননের আওতায় আনা হয়েছে। উৎপাদিত সংকর জাতের বাছুরের সংখ্যা যথাক্রমে ২.১২ ,২.১১ ও ২.১৭ লক্ষ।
  • বিদ্যমান প্রাণিসম্পদের সংরক্ষণ ও সম্প্রসারণে যথাক্রমে ৩.৫৪, ৩.৭৬ ও ৩.৭৩ কোটি গবাদিপশু-পাখিকে টিকা প্রদান করা হয়েছে এবং যথাক্রমে ০.৯২, ০.৯৮ ও ০.৯৭ কোটি গবাদিপশু-পাখিকে চিকিৎসা প্রদান করা হয়েছে।
  • খামারির সক্ষমতা বৃদ্ধি, খামার ব্যবস্থাপনার উন্নয়ন ও খামার সম্প্রসারণে যথাক্রমে ০.২৮৬২ , ০.৮৩ ও ০.৭৩ লক্ষ খামারিকে প্রশিক্ষণ প্রদানসহ যথাক্রমে ৩০৮৭, ৩২০২ ও ৩৪৪৫ টি উঠান বৈঠক পরিচালনা করা হয়েছে।
  • নিরাপদ ও মানসম্মত প্রাণীজ আমিষ উৎপাদনে যথাক্রমে ৬৬১৪, ৬৫৭৬ ও ৬৭৯৮ টি খামার/ফিডমিল/হ্যাচারি পরিদর্শন, ১৮৪১ ,১৯২৯ ও ২১৮৮ জন মাংস প্রক্রিয়াজাতকারী (কসাই) প্রশিক্ষণ এবং ৪৭, ৯০ ও ১২০ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

২০২২-২৩ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:

  1. দুধ, মাংস এবং ডিমের মাথাপিছু প্রাপ্যতা যথাক্রমে ১৫০ মিলি/দিন, ১১০গ্রাম/দিন এবং ১০৪/বছর তে উন্নীত করা;
  2. রোগ প্রতিরোধে ০.৩৬ কোটি মাত্রা গবাদিপশুকে টিকা প্রদান;
  3. রোগ প্রতিরোধে ৩.৩৭ কোটি মাত্রা হাঁস-মুরগিকে টিকা প্রদান;
  4. প্রায় ০.১৪২ কোটি রোগাক্রান্ত গবাদিপশু ও ০.৮২৫ কোটি হাঁস-মুরগির চিকিৎসা প্রদান;
  5. গবাদিপশুর জাত উন্নয়নে প্রায় ৫.৯৬১ লক্ষ গাভী কে কৃত্রিম প্রজনন করা;
  6. গবাদিপশু-পাখি পালনে সক্ষমতা বৃদ্ধিতে ৩৪৪৫ উঠান বৈঠক পরিচালনা করা এবং ৭২৯৮৪ খামারীকে এবং ২১৮৮ জন মাংস প্রক্রিয়াজাতকারীকে প্রশিক্ষণ প্রদান;